মৃত্যুপুরী লেবানন: মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার, গৃহহীন ১২ লক্ষ

Must read

হিজবুল্লাকে টার্গেট করে লেবাননের মাটিতে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইজরায়েল। চলছে ক্ষেপণাস্ত্র হামলা। প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। লাগাতার এয়ারস্ট্রাইকের পর সীমান্ত পেরিয়ে একেবারে হিজবুল্লার ঘরে ঢুকে পড়েছে আইডিএফ। ইতিমধ্যে একাধিক শীর্ষ নেতাদের তাঁরা নিকেশ করতে পেরেছে বলে দাবিও করেছে। পাল্টা আক্রমণ শানিয়েছে হিজবুল্লাও। এই পরিস্থিতির জেরে এখন লেবানন কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে।

ইতিমধ্যে লেবাননে (lebanon) মৃতের সংখ্যা দু’হাজার পেরিয়েছে। গৃহহীন প্রায় ১২ লক্ষ মানুষ। দক্ষিণ লেবানন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েল-হিজবুল্লার যুদ্ধের জেরে মৃত্যু হয়েছে ১২৭ জন শিশু ও ২৬১ জন মহিলার।

আরও পড়ুন- ২০০ ফুট গভীর খাদে বরযাত্রীর বাস, মৃত ৩০!

হিজবুল্লার গোয়েন্দা শাখাতেও বোমা হামলা করেছে ইজরায়েল। শেষ পাওয়া খবরে, উত্তর লেবাননেও (lebanon) নতুন করে এয়ারস্ট্রাইক করা হয়েছে। গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয় ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পরই তেল আভিভকে চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রায় পাঁচ বছর পর, শুক্রবার তিনি অংশ নিলেন প্রকাশ্য প্রার্থনাসভা থেকে হুঁশিয়ারি দিলেন, “ইজরায়েলকে গুঁড়িয়ে দেবে ইরান। ইহুদিদের শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তাদের কোনও শিকড়ই নেই। সব কিছুই ভুয়ো, অস্থায়ী। শুধুমাত্র আমেরিকার সমর্থনে টিকে রয়েছে। ইহুদি আর মার্কিনরা যে দিবাস্বপ্ন দেখছে, তাতে কোনও সন্দেহ নেই।’ ইজরায়েলকে হাতিয়ার করে আমেরিকা মধ্যপ্রাচ্যের জমি ও সম্পদ লুট করতে চাইছে বলেও দাবি আয়াতোল্লার।

Latest article