প্রতিবেদন : ভাঙড় ও ক্যানিংয়ে স্বজন-হারানো পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার সকালে ভাঙড়ে আইএসএফ-এর হামলায় মৃত রাজু নস্কর ও ক্যানিংয়ে মৃত আর এক দলীয় কর্মী রসিদ মোল্লার বাড়িতে যান পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক শওকত মোল্লা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, যাঁরা চলে গিয়েছেন তাঁদের তো আর ফিরিয়ে দিতে পারব না। তবে দল (TMC) আজীবন এই পরিবারের পাশে থাকবে। সমবেদনা জানান সায়নী এবং শওকতও। প্রত্যেকেই বলেছেন দুই পরিবারের সন্তানেরা খুব ছোট। তাদের লেখাপড়া থেকে শুরু জীবন জীবিকা— সবকিছুই দেখবে দল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই নির্দেশ। পরিবহণমন্ত্রী বলেন, রাজু নস্করের স্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীকে ভালবেসেই দল করেছিল দারিদ্রের সঙ্গে লড়াই করে। দলের থেকে সে কোনও দিন কিছুই চায়নি। মানুষের কাজ করার জন্যই ঝাঁপিয়ে পড়ত। কিন্তু তাকে খুন হয়ে যেতে হল। পরিবহণমন্ত্রী বলেন, গোটা ঘটনার নেপথ্যে আইএসএফ এবং বিজেপি। বাইরে থেকে গুন্ডা, সমাজবিরোধী আমদানি করে, বারুদ মজুত করে ভাঙড়ে হামলা চলেছে। রাজ্যের ৩৪১টি ব্লকের মধ্যে মাত্র ৫টি ব্লকে গন্ডগোল। এর নেপথ্যে আইএসএফ, বিজেপির হাত রয়েছে। রাজু নস্করকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে। ক্যানিংয়ে ব্যবসার কাজ থেকে ফেরার পথে রসিদ মোল্লাকে খুন হতে হয়েছে। পরিকল্পিত হামলা। পুলিশ নিশ্চয় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি আসতে চলেছে কলকাতায়
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…