প্রতিবেদন: বিজেপির শাসনে মহিলাদের উপর নির্যাতন এবং স্বেচ্ছাচার মহামারীর আকার নিয়েছে। তাদের প্রশ্রয় এবং প্রত্যক্ষ মদতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এনিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তুলে ধরেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়ায় মমতা এবং আশা পাণ্ডে নামে ২ মহিলার উপর মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা। রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তাদের জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সামাজিক মাধ্যমে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা করে তৃণমূলের মন্তব্য, লজ্জায় গলায় দড়ি দেওয়া উচিত গেরুয়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। ঠিক কী হয়েছিল? রাস্তা তৈরি নিয়ে বিতর্ক। রেওয়া জেলায় একটি জমির উপরে নির্মিত হচ্ছিল একটি রাস্তা। মমতা এবং আশা আপত্তি জানান। দাবি, কোনও অনুমতি না নিয়ে তাদের জমির উপরই রাস্তা তৈরি করা হচ্ছে। প্রতিবাদে নির্ণীয়মান রাস্তার উপরেও বসে পড়েন তাঁরা। আচমকাই একটি ট্রাক ভর্তি নুড়ি-পাথর এনে ফেলে দেওয়া হয় তাঁদের উপরে। একজন প্রায় পুরোপুরি চাপা পড়ে যান। অন্যজনের গলা পর্যন্ত চাপা পড়ে যায়। কয়েকজিন স্থানীয় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
আরও পড়ুন- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠকে মুখ্যসচিব