বাঁকুড়ায় (Bankura) কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই দুর্ঘটনা নিয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন- ছত্তিশগড়-তেলেঙ্গানায় নিকেশ ৩১ মাওবাদী!
শ্রমিকদের মৃত্যুতে বিক্ষোভে সামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা। সোমবার রাতে ঝড়বৃষ্টির জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মীয়মাণ চিমনির সঙ্গে থাকা নির্মাণ সংস্থার একটি লোহার মাচা আলগা হয়ে যায়। এদিন শ্রমিকরা কাজ করতে গেলে লোহার মাচাটির নিচে বসেছিলেন তাঁরা। আচমকা ভেঙে পড়লে মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম প্রেম সুন্দর (৩১) ও কিষাণ পাল (২১)।