ঝাড়খণ্ডে (Jharkhand) আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা। শনিবার হাজারিবাগে প্রায় রাত ১১ টা নাগাদ সেন্ট্রাল কোল্ডফিল্ড লিমিটেডের কমান্ড এলাকায় একটি খোলা মুখ খনির উঁচু দেওয়াল কয়লা বোঝাই গাড়ির ওপর ধসে পড়ে। দুই শ্রমিক প্রাথমিকভাবে আটকে পড়েন। রবিবার পুলিশের তরফ থেকে জানানো হয় আটকে পড়া ওই দুই শ্রমিক মারা গিয়েছে। কয়েক মাস আগে ঝাড়খণ্ডের রামগড় জেলায় পরিত্যক্ত কয়লাখনিতে ধস নেমে ৪ জন শ্রমিক মারা যায়।
আরও পড়ুন-লগ্নজিতাকে মঞ্চে হেনস্থার অভিযোগে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার স্কুলের মালিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার উরিমারি থানা এলাকার সেন্ট্রাল কোল্ডফিল্ড লিমিটেডের কমান্ড এলাকায় শ্রমিক মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত ওই দুই শ্রমিকের নাম সুনীল যাদব (৩০) এবং রাজু পাসওয়ান (৫০)। বরকাগাঁও সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পবন কুমার জানান, ধ্বংসস্তূপের তলায় আটকে পড়া শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর খোলা মুখ খনির শ্রমিকরা তাদের কয়লা উত্তোলন কাজ বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন-২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া
এই ঘটনার পরে খনির শ্রমিকদের দাবি, খনিটিতে নিরাপত্তার যথাযথ পরিকাঠামো ছিল না। ওই দুই শ্রমিকের একজন টিপারের কাজ ও অন্যজন মাল তোলার কাজে যুক্ত ছিলেন। দুই শ্রমিকের মৃত্যুর পরে ক্ষতিপূরণের দাবিতে সরব হয় শ্রমিকরা।

