পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত ২০, আহত ১৫০

পাঞ্জাব সরকারের তথ্যের ভিত্তিতে শিশু-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অংশে দেড়শো জনের বেশি আহত হয়েছেন।

Must read

শনিবার সন্ধ্যাবেলা থেকে রবিবার পর্যন্ত পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে তীব্র ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু ও ১৫০ জন আহত হয়েছেন। রাস্তাঘাট ও বিমান চলাচল ব্যবস্থা অচল হয়ে গিয়েছে। ব্যাপক হারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পাঞ্জাব সরকারের তথ্যের ভিত্তিতে শিশু-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অংশে দেড়শো জনের বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন-কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়ায় বিস্তীর্ণ এলাকায় ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হয়। তার জন্য ফসল এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমে যায় এবং একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। করাচি থেকে লাহোরগামী একটি বেসরকারি বিমান FL-842 লাহোর বিমানবন্দরে অবতরণের সময় টার্বুলেন্সের কবলে পড়ে তবে অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে বিমানটি বিমানবন্দরে অবতরণ করতে না পারায়, পাইলটকে বিমানটিকে করাচিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন-”পহেলগাঁওয়ে মহিলাদের সাহসের অভাব ছিল”, আপত্তিকর মন্তব্য বিজেপির সাংসদের

অন্যদিকে রবিবার রাতে পাকিস্তানের সোয়াত জেলার আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ২০৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালায় প্রায়ই ভূমিকম্প হয়। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেট স্থানবদল করলেই মাটি কেঁপে ওঠে।

Latest article