৮৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২০ বছরের যুবক

কেরালার (Kerala) ভেঞ্জারামোদু থানা এলাকায় ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Must read

কেরালার (Kerala) ভেঞ্জারামোদু থানা এলাকায় ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পুলিশের তরফে জানা গিয়েছে নির্যাতিতা বৃদ্ধাকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত আর সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, লাঠি দিয়ে বৃদ্ধাকে পেটানোর অভিযোগও উঠেছে। এরপরে রাস্তার ধারে নির্যাতিতাকে ফেলে পালিয়ে যান অভিযুক্ত।

আরও পড়ুন-গোয়া নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫, শোকপ্রকাশ গোয়া তৃণমূল কংগ্রেসের

সূত্রের খবর, বৃদ্ধার মাথায় ও মুখে গভীর ক্ষত আছে। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা বুঝে তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা করার পর ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। ২০ বছরের ওই যুবক লটারির টিকিট বিক্রি করেন। তার বিরুদ্ধে আগেই একাধিক যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। যদিও অভিযুক্তের পরিবারের জানিয়েছে তিনি মানসিক ভাবে অসুস্থ। আগেও বেশ কয়েক জন মহিলাকে নিগ্রহের চেষ্টা করেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্তও শুরু হয়েছে। বৃদ্ধার অবস্থা আপাতত স্থিতিশীল।

Latest article