সংসদে জঙ্গি হামলার ২০ বছর, শ্রদ্ধার্ঘ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তাঁদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

সংসদে জঙ্গি হামলার পর ২০ বছর পার হয়ে গেল । ২০০১-এর আজকের দিনেই পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানকে নিশানা করে হামলা চালিয়েছিল। জঙ্গিদের রুখতে গিয়ে সেদিন শহিদ হয়েছিলেন নিরাপত্তাবাহিনীর ৮ কর্মী। আজ তাঁদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকে জন্মবার্ষিকীতে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘পাছে আমরা ভুলে যাই। আমাদের সকল সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা যারা ২০০১ সালের এই দিনে আমাদের সংসদকে রক্ষা করার জন্য তাদের জীবন দিয়েছেন।সমগ্র জাতি আপনার সর্বোচ্চ আত্মত্যাগকে সালাম জানায়। আপনার নিঃস্বার্থ সেবার জন্য আমরা সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব।’

 

Latest article