একাই ২০০, আমনের তাণ্ডবে ছারখার বাংলা

জবাবে বাংলার হয়ে ব্যাট হাতেও একাই লড়াই করেন শাহবাজ। সেঞ্চুরি করে ১০৮ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ।

Must read

প্রতিবেদন : মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমারের মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা বোলাররা বাংলা দলে। এমন তারকাখচিত বোলিং আক্রমণের বিরুদ্ধেই কি না ডাবল সেঞ্চুরি হাঁকালেন হায়দরাবাদের ১৯ বছরের তরুণ আমন রাও। ইনিংসের শেষ বলে আকাশ দীপকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন আমেরিকায় জন্মানো ক্রিকেটার। মাত্র ১৫৪ বলে অপরাজিত ২০০! মারেন ১২টি চার ও ১৩টি ছক্কা। এবার অনামি আমনের তাণ্ডব ও ক্যাচ ফসকানোর মাশুল দিয়ে মহম্মদ সিরাজদের কাছে ১০৭ রানে হার বাংলার। আমনের তিনটি ক্যাচ ফেলে বাংলা। ক্যাচ পড়ে তিলক ভার্মা, রাহুল সিংদের। হায়দরাবাদের ৩৫২-৫ স্কোরের জবাবে বাংলার ইনিংস শেষ হয় ২৪৫ রানে। সিরাজের ঝুলিতে ৪ উইকেট।

আরও পড়ুন-চা-বাগানে উদ্ধার হল চিতাবাঘের দেহ

বাংলার সামনে নক আউটের রাস্তা কঠিন হল। তবে উত্তরপ্রদেশের কাছে বিদর্ভের হারে কিছুটা স্বস্তিও বাংলা শিবিরে। হেরেও ১৬ পয়েন্টে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে উঠে এল লক্ষ্মীরতন শুক্লার দল। সমান পয়েন্টে তিনে বিদর্ভ ও চারে বরোদা। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেতে হলে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে উত্তরপ্রদেশকে হারাতেই হবে অভিমন্যু ঈশ্বরণদের। রিঙ্কু সিংরা টানা ৬ ম্যাচ জিতে ২৪ পয়েন্টে গ্রুপ শীর্ষে থেকেই শেষ আট নিশ্চিত করেছে। চারটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি শেষ আটে খেলবে।
রাজকোটে এদিন টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু বাংলার পেস ত্রয়ী এদিন ব্যর্থ। শামি ৩ উইকেট নিলেও আমনের রানের ঝড় আটকাতে পারেননি। সেই সঙ্গে ফিল্ডাররা ক্যাচ ফেলেন। কিছুটা চেষ্টা করেন শাহবাজ আহমেদ। জবাবে বাংলার হয়ে ব্যাট হাতেও একাই লড়াই করেন শাহবাজ। সেঞ্চুরি করে ১০৮ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ।

Latest article