প্রতিবেদন : বাংলায় (west bengal) কথা বললেই বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আটক করা অথবা হেনস্থার শিকার হচ্ছেন এ-রাজ্যের (west bengal) নাগরিকরা। এই বিপজ্জনক প্রবণতা ক্রমশ বাড়ছে। বিজেপি-শাসিত ওড়িশার ঝাড়সুগুড়ায় ফের বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে প্রায় দুশো জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযোগ সামনে আসতেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটা একটা ভয়ংকর জায়গায় যাচ্ছে। বাংলায় কথা বললেই, তাঁদের বিদেশি বলে, অনুপ্রবেশকারী বলে হেনস্থা করা হচ্ছে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গের বাঙালি বাংলাতেই কথা বলবে। তাঁরা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখানোর পরও একই ঘটনা ঘটে চলছে। আমাদের মুখ্যমন্ত্রী এই ইস্যুতে বারবার কড়া প্রতিবাদ করেছেন। তার পরেও মূলত বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা বললেই কখনও বলা হচ্ছে বহিরাগত, কখনও আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, কখনও বিএসএফের হাতে তুলে দিয়ে বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দাও! আবার বিএসএফ বলছে, ফিরলে গুলি করে দেব! কোচবিহারের দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী ৫০ বছর ধরে বাংলার বাসিন্দা, অসম থেকে তাঁকে এনআরসির চিঠি পাঠিয়ে বলা হচ্ছে তিনি বিদেশি! এটা কী চলছে? এটা বাংলার বিরুদ্ধে, বঙ্গবাসীর বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত চালাচ্ছে বিজেপি।
আরও পড়ুন- গুজরাতে সেতু ভেঙে হত ৯, বলুন প্রধানমন্ত্রী এটাও অ্যাক্ট অফ ফ্রড