প্রতিবেদন : গলব্লাডার স্টোন অপারেশনে নজির গড়ল এসএসকেএম (SSKM) হাসপাতাল! ৫ দিনে সফল অস্ত্রোপচারের সংখ্যা প্রায় ২০০। দেশের ইতিহাসে কোনও সরকারি হাসপাতালে এত কম সময়ে এত বেশি সংখ্যক ল্যাপরোস্কপির রেকর্ড এই প্রথম। গত সোমবার থেকে এসএসকেএমের ডিরেক্টর অধ্যাপক ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সার্জিক্যাল বিভাগে লাগাতার গলব্লাডার অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিনামূল্যে ১৮৫ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৩ থেকে ৮২— সব বয়সের রোগীই রয়েছেন। দিন শেষ হতে হতে অস্ত্রোপচারের সংখ্যা ২০০ পেরবে বলে মত চিকিৎসকদের।
আরও পড়ুন-বৃদ্ধার বাড়িতে ডাকাতি! নজরে পরিচারিকা-কেয়ার টেকারের ভূমিকা
গত পাঁচদিন ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, এসএসকেএমে বিশেষজ্ঞ সার্জনরা শুধুই ল্যাপরোস্কপির জন্য নিয়োজিত ছিলেন। এর জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়। গোটা কর্মযজ্ঞের জন্য ৬টি অপারেশন টেবিলের সঙ্গে আপৎকালীন পরিস্থিতির জন্য চারটি আইসিইউ শয্যাও প্রস্তুত রাখা হয়। তৈরি করা হয় ৩০ জন চিকিৎসকের একটি দল। একমাত্র জরুরি অস্ত্রোপচার ছাড়া সার্জিক্যাল বিভাগে এই ক’দিনে অন্য কোনও অস্ত্রোপচার হয়নি। শনিবারও এই অস্ত্রোপচারের ধারা বজায় থাকবে। এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসকেএমের সার্জন ডাঃ দীপ্তেন্দ্র সরকার জানান, এটা একটা ভিশনারি স্টেপ! প্রান্তিক মানুষদের সফলভাবে মাইক্রোসার্জারি করে বাড়ি পাঠানো বিরাট কৃতিত্বের। যদি এই অপারেশন না করা হত, অনেকেরই বিভিন্ন কমপ্লিকেশন তৈরি হত। অন্যদিকে, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সিরাজ আহমেদ জানিয়েছেন, একসঙ্গে এত গলব্লাডার সার্জারি দেশে এই প্রথম! এই অপারেশন বাইরে করলে ৩০ থেকে ৩৫ হাজার পর্যন্ত খরচ হয়। সেটা আমরা এখানে বিনামূল্যে করছি। এটা দেশে মডেল হতে পারে!