আমতায় তৃণমূলে যোগ দিলেন দু’শো জন কর্মী

অন্যান্য দল থেকে যাঁরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাঁদের প্রত্যেককে সবুজ আবিরের তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : যত দিন যাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি সম্পর্কে সাধারণ কর্মী-সমর্থকদের মোহভঙ্গ হচ্ছে। সেই কর্মীরা দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা মা-মাটি-মানুষ সরকারের উন্নয়নে শামিল হচ্ছেন। বুধবার একই ছবি দেখা গেল হাওড়া জেলার আমতার সাবসিট অঞ্চলে। স্থানীয় নির্দল সদস্য শম্ভুনাথ দাস-সহ বিভিন্ন দল থেকে প্রায় দু’শো জন কর্মী বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের মধ্যে কংগ্রেস, সিপিএম ও বিজেপি কর্মীরাও ছিলেন।

আরও পড়ুন-বর্ষবরণের উৎসবে আলোর মোড়কে সেজে জমাট ভিড় টানল সৈকতশহর

বুধবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল। অন্যান্য দল থেকে যাঁরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাঁদের প্রত্যেককে সবুজ আবিরের তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ছিল সবুজ রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করানোর পালা।

Latest article