এবার WBPS-দের জন্যও ওয়েল ফেরায় ফোরামের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ভাতা বৃদ্ধি থেকে পদোন্নতি, নতুন নিয়োগ-সহ একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক বৈঠকে থেকে মমতা বলেন, রাজ্যের যে কোনও আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ বা সামজিক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন WBPS-রা। কিন্তু এতদিন তাঁদের কোনও ফোরাম ছিল না। সেই কথা মাথায় রেখেই তিনি এই ফোরামের ঘোষণা করেন। এছাড়াও রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। ৬জন DSP-কে ASP এবং ASP-কে SP পদে উন্নীত করা হয়েছে। SDPO এবং DSP-দের ভাতাও বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন: ত্রিপুরায় প্রবীণ নাগরিকদের ভোটদানে বাধা বিজেপির দুষ্কৃতীদের
আর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, দেখে নেওয়া যাক
• রাজ্যে নতুন ২০০ জন WBPS-WBCS নিয়োগ করা হবে
• কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
• ৬ জন DSP-কে ASP ও ASP-কে SP পদে উন্নীত
• এবার থেকে ASP-দের মাসে ২৫০০ টাকা ও SDPO-দের মাসে ২০০০ টাকা ভাতা
• উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
• ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়
রাজ্য পুলিশের পদোন্নতিতে যেন দেরি না হয়- তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।