২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলা, ১২ আসামির খালাসে স্থগিতাদেশ

২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : ২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার, বিচারপতি এমএম সুন্দরেশ এবং এন কোটীশ্বর সিং-এর বেঞ্চ বম্বে হাইকোর্ট আসামিদের বেকসুর খালাসের রায়ে স্থগিতাদেশ দেয়। তবে বম্বে হাইকোর্টের রায়ে ১২ জনের যে জেলমুক্তি ঘটেছিল, তাতে বৃহস্পতিবার স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।

আরও পড়ুন-”বাচ্চারা ভুল শিখছে, সিরিয়াল থেকে ছড়াচ্ছে বিষ”, ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জুলাই সেই ট্রেন বিস্ফোরণে ১৮৭ জন নিহত ও ৮২৯ জন আহত হন। মুম্বইয়ের শহরতলি ট্রেন লাইনের সাতটি শাখায় লাগাতার বিস্ফোরণ হয়েছিল। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১৫ জন নিখোঁজ। তাদের কয়েকজন পাকিস্তানি বলেও অভিযোগ। ২০০৬ সালের নভেম্বরে মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন শাখা ও ইউএপিএ-র বিভিন্ন ধারায় সন্ত্রাসবাদ দমন বাহিনী অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে। ২০১৫ সালে বিচারাধীন আদালতে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

Latest article