জীবনবিমায় দাবিহীন অর্থ ২০,০৬২ কোটি

আইআরডিএআই জানিয়েছে যে, ২০২৩-২৪-আর্থিক বছরের শুরুতে জীবনবিমাকারীদের দাবিহীন অর্থের পরিমাণ ছিল ২২,২৩৭ কোটি টাকা।

Must read

প্রতিবেদন: ভারতের বিমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষের (আইআরডিএআই) তথ্য অনুযায়ী, জীবনবিমা ক্ষেত্রে মার্চ ২০২৪ পর্যন্ত দাবিহীন অর্থের পরিমাণ ২০,০৬২ কোটি টাকা। আইআরডিএআই জানিয়েছে যে, ২০২৩-২৪-আর্থিক বছরের শুরুতে জীবনবিমাকারীদের দাবিহীন অর্থের পরিমাণ ছিল ২২,২৩৭ কোটি টাকা।

আরও পড়ুন-তলায় তলায় জোট গড়েছে কংগ্রেস-বিজেপি, তোপ কেজরির

নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে দাবিহীন অর্থের পরিমাণ কমিয়ে গ্রাহকদের দ্রুত ফেরতের জন্য এবং বিমাকারীদের কাছে নতুন দাবিহীন অর্থের জমা রোধ করার জন্য জুন ২০২৩ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত ছয় মাসের একটি বিশেষ প্রচার অভিযান চালু করা হয়। এই সময়ে জীবন বিমাকারীদের কাছে থাকা দাবিহীন অর্থ ফেরত দেওয়া বা নেওয়ার  অগ্রগতি মাসিক ভিত্তিতে পর্যবেক্ষণ করা হয়। এই বিশেষ প্রচারের সময়কালে জীবনবিমাকারীদের দাবিহীন অর্থে মোট ১,০১৮.২৩ কোটি টাকার হ্রাস দেখা গিয়েছে। জীবনবিমা খাত ২০২৩-২৪ সালে মোট ৫.৭৭ লাখ কোটি টাকার সুবিধা প্রদান করেছে, যা নিট প্রিমিয়ামের ৭০.২২ শতাংশ। ২০২৪ সালের মার্চ শেষে জীবনবিমা কোম্পানিগুলির দ্বারা প্রদত্ত মৃত্যু সংক্রান্ত বিমার দাবি ৪৮,৫১২ কোটি টাকা ছিল, যা আগের বছরের ৪৬,৩৮০ কোটি টাকার তুলনায় বেশি।

Latest article