শক্তির যান্ত্রিক টানেলিং আবিষ্কার, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Must read

২০২৫ সালে পদার্থবিদ্যায়ও (2025 Nobel Prize in Physics) নোবেল জয়ী ত্রয়ীর। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস। মঙ্গলবার পদার্থবিদ্যায় এই টিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

বিজ্ঞানীদের আবিষ্কার – একটি ইলেকট্রিক সার্কিটে বৃহৎ আকারের কোয়ান্টাম টানেলিং ও শক্তির স্তরবিন্যাস আজকের কোয়ান্টাম প্রযুক্তির ভিত্তি গড়ে দিয়েছে। এই আবিষ্কারের জন্য ২০২৫ সালের নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। নোবেলজয়ী তিন বিজ্ঞানী পুরস্কার হিসেবে পাবেন একটি মেডেল, একটি সার্টিফিকেট এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন- আহত বিজেপি সাংসদকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

বেল কমিটির চেয়ারপার্সন ওললে এরিকসসন জানান, “শতাব্দী প্রাচীন কোয়ান্টাম মেকানিক্স যেভাবে ক্রমাগত নতুন নতুন চমক আনছে তা উদযাপন করতে পারা একটা অসাধারণ ব্যাপার। কারণ কোয়ান্টাম মেকানিক্স হল সমস্ত ডিজিটাল প্রযুক্তির ভিত।” নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই বছরের পদার্থবিদ্যায় (2025 Nobel Prize in Physics) নোবেল পুরস্কার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর-সহ পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সুযোগ করে দিয়েছে।”

Latest article