পাহাড়ে তৃণমূলে ২০৫ ট্যাক্সিচালক

দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ড রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ১০ আসনে প্রার্থী দিয়ে জয়ী হলে নির্ণায়ক ভূমিকায় থাকবে বলেই মনে করছে দল।

Must read

সংবাদাতা, দার্জিলিং : পাহাড়ে ফের শক্ত হল তৃণমূল কংগ্রেসের হাত। পুর নির্বাচনের আগেই দার্জিলিংয়ের শতাধিক ট্যাক্সিচালক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধায়ক অলোক চক্রবর্তীর উপস্থিতিতে ও বিনয় তামাংয়ের উদ্যোগে ২০৫ জন ট্যাক্সিচালক হাতে তুলে নেন দলীয় পতাকা।

আরও পড়ুন-শিলিগুড়িতে বোর্ড ২২শে

দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ড রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ১০ আসনে প্রার্থী দিয়ে জয়ী হলে নির্ণায়ক ভূমিকায় থাকবে বলেই মনে করছে দল। উন্নয়নের রূপরেখা তৈরি করতে এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে অলক চক্রবর্তী, বিনয় তামাং, শান্তা ছেত্রি ৩২ ও ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী-সহ সাধারণ মানুূষের সঙ্গে বৈঠক করেন। এই বিষয়ে আলোক চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের ১০ জন প্রার্থী রয়েছে। পাহাড়ের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করলে পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবেন পাহাড়বাসী।’’

Latest article