২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

Must read

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। গাইডলাইনে স্পষ্ট জানানো হয়েছে, নিপায় আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই ব্যক্তির দিনে ২ বার স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- শুধু ট্রানজিট পয়েন্ট নয়, মহাকাল মন্দির ঘিরে উন্নয়ন শিলিগুড়ির: শিলান্যাসে দাবি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী,
• নিপা (Nipah Virus) আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সঙ্গে বদ্ধ জায়গায় অবস্থানকারী ব্যক্তিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শকারী’ হিসেবে চিহ্নিত করা হবে।
• যাঁদের আপাতত কোনও উপসর্গ নেই, তাঁদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে।
• যাঁদের শরীরে নিপা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, তাঁদের ক্ষেত্রে প্রতি ৫দিন অন্তর নমুনা পরীক্ষা করা হবে।
• একদিনের মধ্যে পরপর ২বার রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
• হাসপাতাল থেকে ছাড়ার পরেও পরবর্তী ৯০ দিন পর্যন্ত ওই রোগীকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য প্রশাসনের দাবি, এই গাইডলাইন মেনে চললে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকারও বার্তা দিয়েছে দফতর।

Latest article