প্রতিবেদন : পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) শিয়ালদহ-রানাঘাট সেকশনের নৈহাটি ও কল্যাণীর মধ্যে থার্ড লাইন চালু করতে আগামী শুক্রবার সকাল ১০টা থেকে নন ইন্টারলকের কাজ শুরু হবে। এই কারণে আগামী শুক্রবার শিয়ালদহ মেন লাইনে (Sealdah Main Line) ২১ জোড়া ইএমইউ লোকাল, ৪ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এবং আপে ৬টি ডাউনে একটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। বাতিল ট্রেনগুলির মধ্যে শিয়ালদহ-নৈহাটি ৬ জোড়া, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ৬ জোড়া, শিয়ালদহ-কৃষ্ণনগর ২ জোড়া, শিয়ালদহ-শান্তিপুর ২ জোড়া, শিয়ালদহ-রানাঘাট ১ জোড়া, শিয়ালদহ-বর্ধমান ১ জোড়া, শিয়ালদহ- কালনা ১ জোড়া, নৈহাটি-ব্যান্ডেল ২ জোড়া। এছাড়া, ১২৩৮৩ / ১২৩৮৪ শিয়ালদহ-আসানসোল-শিয়ালদহ সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩১৭৯/১৩১৮০ শিয়ালদহ-সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস, ১৩১৭৭/১৩১৭৮ শিয়ালদহ-জঙ্গিপুর রোড-শিয়ালদহ এক্সপ্রেস, ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট-শিয়ালদহ মাতারা এক্সপ্রেস বাতিল থাকবে। তবে ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকলেও যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে বলে পূর্ব রেল সূত্রের খবর। এই নন ইন্টারলকিংয়ের কাজ আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে রেলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।