প্রতিবেদন : বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করলেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি। ২১ বছর বয়সী আফরিন ইংলিশ চ্যানেল (english channel) জয় করেছেন। ১৯৮৯ সালে বুলা চৌধুরী যে ইতিহাস গড়েছিলেন, তারই পুনরাবৃত্তি করলেন আফরিন। ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার শুরু করেন আফরিন। এরপর ১৩ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার কেটে প্রায় ৩৪ কিলোমিটার দূরত্ব পার করে রাত ৯.৩১ মিনিটে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজে পৌঁছন বাংলার মেয়ে। আটলান্টিকের জলের তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি।
মেদিনীপুর সুইমিং ক্লাবের ছাত্রী আফরিন মেদিনীপুর কলেজে সমাজবিজ্ঞানের পড়ুয়া। দীর্ঘদিন ধরেই ইংলিশ চ্যানেল জয় করা ছিল তাঁর স্বপ্ন। তার জন্য নিরন্তর কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছেন। অবশেষে স্বপ্নপূরণ। গত ৯ জুলাই ইউরোপ গিয়েছিলেন আফরিন। সাঁতারের আগে যাবতীয় মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর শুরু করেন ইংলিশ চ্যানেল (english channel) জয়ের অভিযান। চ্যানেল পার করার পর, কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে সঙ্গে থাকা চিকিৎসকরা তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।
মেয়ের কীর্তিতে গর্বিত আফরিনের বাবা শেখ পিয়ার আলি জানিয়েছেন, ওর লক্ষ্য ছিল চ্যানেল জয়। এর জন্য অনেক পরিশ্রম করেছে। আজ ওর সাফল্যে গর্বে বুক ফুলে উঠছে। রাতেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। ওকে বলেছি, গোটা বাংলা, গোটা দেশ তোমার জন্য গর্বিত। ঘরের মেয়ের সাফল্যে উৎসবের আহব মেদিনীপুরেও।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সাংসদ ও জেলা সভাধিপতি