স্নাতকোত্তরে ২২ শতাংশ আসন বাড়ল গৌড়বঙ্গে

Must read

সংবাদদাতা, মালদহ : স্নাতকোত্তরে ২২ শতাংশ আসনবৃদ্ধি পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে (Gour Banga university)। প্রতিটি বিষয়েই এই আসনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। গৌড়বঙ্গ (Gour Banga university) ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের মোট ২৩ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পড়ানো হয়। রাজ্য শিক্ষা দফতরের নীতি মেনে চলতি শিক্ষাবর্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে-পড়া পড়ুয়াদের জন্য বিশেষ সংরক্ষণ করা হয়েছে প্রতিটি বিষয়ে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ১৭ সেপ্টেম্বর তালিকা প্রকাশ করা হবে। তারপর শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া শেষ হলে ৩ অক্টোবর থেকে স্নাতকোত্তর ডিগ্রির ক্লাস শুরু হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন- সাক্ষাৎকার: রক্ষী লাগে না, মানুষই আমার শক্তি

Latest article