বিজেপির অসমে ২২০০ কোটির কেলেঙ্কারি

Must read

প্রতিবেদন: বিজেপির অসমে ২২০০ কোটি টাকার স্টক-মার্কেট কেলেঙ্কারি ফাঁস (Online Trading Scam)। অনলাইনেই বেশ কিছুদিন ধরেই চলছিল বিশাল প্রতারণা। ডবল ইঞ্জিন সরকারের চোখের সামনেই। অভিযোগ, সব জেনেশুনেও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। জানা গিয়েছে, বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে লোভের ফাঁদে ফেলছিল এই প্রতারণা-চক্র। আশ্বাস দেওয়া হচ্ছিল, মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করলে ৬০ দিনের মধ্যেই ৩০শতাংশ লাভ নিশ্চিত। এই প্রতারণা ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে ৪টি ভুয়ো অফিসও খুলেছিল চক্রের মাথা। বিনিয়োগকারীদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁদের টাকা আত্মসাৎ করে খাটানো হচ্ছিল চলচ্চিত্র শিল্পে। নিজের নামে প্রচুর সম্পত্তিও করেছিল প্রতারকচক্রের পাণ্ডা। শেষপর্যন্ত প্রতারিতদের চাপে পড়ে তদন্তে নামতে বাধ্য হয় পুলিশ। ডিব্রুগড় থেকে গ্রেফতার করে চক্রের মাথা ২২ বছরের বিশাল ফুকনকে এবং গুয়াহাটিতে ধরা পড়ে স্বপ্নিল দাশ। সুমি বোরা নামে এক কোরিও গ্রাফারকেও খুঁজছে পুলিশ।

আরও পড়ুন-দায়িত্ব নিয়েই সচিব-ডিএমদের সঙ্গে বৈঠক নতুন মুখ্যসচিবের

Latest article