কেদারনাথ মন্দিরে গায়েব ২২৮ কেজি সোনা, শঙ্করাচার্য

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী গত ১০ জুলাই দিল্লিতে প্রস্তাবিত কেদারনাথ মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Must read

প্রতিবেদন: কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা খোয়া গিয়েছে বলে অভিযোগ করলেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার এই অভিযোগ এনেছেন তিনি। লক্ষণীয়, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে অবস্থিত কেদারনাথ মন্দির ভারতে শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। শঙ্করাচার্যের প্রশ্ন, কেদারনাথে এতবড় একটা সোনা-কেলেঙ্কারির বিষয়টি কেন সামনে আনা হচ্ছে না? কেন কোনও তদন্ত হচ্ছে না? কে বা কারা এর জন্যে দায়ী? এতবড় একটা দুর্নীতি ঘটিয়ে এখন দিল্লিতে কেদারনাথ মন্দির গড়ার কথা বলছে তারা? এটা কখনওই হতে পারে না। স্পষ্টতই ইঙ্গিত বিজেপির দিকে।

আরও পড়ুন-হাইকোর্টে জমা পড়ল ভোজশালার সমীক্ষা রিপোর্ট

লক্ষণীয়, কেদারনাথ মন্দিরের পুরোহিতরা যখন দিল্লিতে মন্দির গড়ার প্রতিবাদে সরব, ঠিক তখনই সোনা-দুর্নীতি নিয়ে মুখ খুললেন শঙ্করাচার্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী গত ১০ জুলাই দিল্লিতে প্রস্তাবিত কেদারনাথ মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Latest article