বঙ্গ

বাংলার ২৩টি বিলও এবার অনুমোদন পাবে, সুপ্রিম-রায়ে আশা বিধানসভার অধ্যক্ষের

বাংলার রাজ্যপালের দরবারে বিধানসভায় পাশ হওয়া ২৩টি বিল আটকে রয়েছে। মঙ্গলে সুপ্রিম কোর্টের রায়ের পর সেই সব বিল নিয়ে আশার আলো দেখছে বাংলার সরকার। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, আশা করছি বিলগুলির ভবিষ্যৎ এবার উজ্জ্বল হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যপাল ওই ২৩টি বিল নিয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।

তামিলনাড়ুর সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয়, রাজ্যপালের এক্তিয়ার নেই বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখার। বিধানসভায় বিল পাশ হওয়ার পরও রাজ্যপাল সই করেন না। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত ২৩টি বিল আটকে রয়েছে রাজভবনে। বছরের পর বছর রাজ্যপালের একটা সইয়ের জন্য বিলগুলি দিনের আলো দেখেনি। জগদীপ ধনকড়ের পর সিভি আনন্দ বোসের আমলেও বদলায়নি ছবিটা। দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। কিন্তু আদতে কোনও ফল মেলেনি। এবার সুপ্রিম কোর্ট কড়া রায় ঘোষণা করায় বিলগুলি অনুমোদনে রাজ্যপাল তৎপর হবেন বলে আশাবাদী বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বিজেপির গুণ্ডাগিরিতে বন্ধ দিল্লি মাছবাজার, সরব মহুয়া

তামিলনাড়ুর সরকারের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিল ঝুলিয়ে রাখা বৈধ কাজ নয়। বিল নিয়ে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তামিলনাড়ুর রাজ্যপালকে। সুপ্রিম কোর্ট এমনটাও জানায়, বিলে সাংবিধানিক ত্রুটি থাকলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন রাজ্যপাল। সেক্ষেত্রেও মন্ত্রিসভার পরামর্শ মেনে রাজ্যপালকে চলতে হবে। এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বারবার বিষয়টি রাজ্যপালকে বলেছি। ২০১৬ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিল পড়ে থাকলেও রাজ্যপাল কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। অপরাজিতা বিল, গণপিটুনি বিলের মত গুরুত্বপূর্ণ ২৩টি বিল অনুমোদন পায়নি‌। তিনি কোনও সুপারিশও করেননি। কিছু বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, এই পর্যন্তই অগ্রগতি। এখন বিল অনুমোদনের জন্য রাজ্যপালকে কালক্ষেপ না করার বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে আশার আলো দেখাল।

বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যে এই ঘটনা ঘটছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের সমস্যা বেশি। এই রায়ের পর এবার বিল পাশ হবে বলে তিনি আশাবাদী। আমাদের রাজ্যপাল আটকে থাকা বিলগুলি এবার অনুমোদন দেবেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

13 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

37 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

41 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

50 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

55 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago