২৩ থেকে ২৫ পুরুলিয়ায় শিবির, নামী চিকিৎসকরা দুয়ারে

রাজ্য সরকারের ‘দুয়ারে চিকিৎসক’-কর্মসূচির আওতায় কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসক দল বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে

Must read

প্রতিবেদন : এসএসকেএম হাসপাতালের পর রাজ্য সরকারের ‘দুয়ারে চিকিৎসক’-কর্মসূচির আওতায় কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসক দল বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। ওই চিকিৎসক দলের সদস্যরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে শিবির করে রোগী দেখবেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পৌঁছেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক দল। শনিবার ও রবিবার তাঁরা সেখানে শিবির করে রোগী দেখবেন।

আরও পড়ুন-ফের শিয়ালদহ সেকশনে লোকাল বাতিল করা হল

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের টিম আগামী ২৩ তারিখ পুরুলিয়া যাবে। তাঁরা ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বান্দোয়ান এবং বাঘমুণ্ডিতে শিবির আয়োজন করবেন। মেডিক্যাল কলেজের একটি চিকিৎসক দল বৃহস্পতিবার থেকে হুগলিতে রয়েছেন। শুক্র ও শনিবার তাঁরা গোঘাটে শিবির করবেন। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, আপাতত পাঁচ-ছ’টি জেলায় দুয়ারে চিকিৎসক-এর টিম যাচ্ছে। রাজ্যের সমস্ত জেলায় এই ধরনের টিম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Latest article