ডিএলএড পাশ না করেও প্রাথমিকে ২৩০০ জন চাকরি পাবেন: সুপ্রিম কোর্ট

Must read

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড (D.EL.ED) পাশ করেননি, তাঁরাও এবার চাকরিতে যোগদানের সুযোগ পাবেন বলে শুক্রবার জানাল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন বেঞ্চের এই রায়ের পরে রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে ২৩০০ জন যোগদান করতে পারবেন৷

আরও পড়ুন- ডুপ্লিকেট এপিক ইস্যু: বিক্ষোভ সাংসদদের, ভোটার-আধার সংযুক্তিকরণের বিরোধিতায় দিল্লিতে প্রতিবাদে তৃণমূল

২০২২ সালে রাজ্য সরকারের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে ১১ হাজার ৭৫৮টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেট পরীক্ষায় উত্তীর্ণ ২০২০-২০২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা এবং ওই কোর্সে পাঠরত প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন৷ পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ যাবতীয় নিয়ম মেনে ৯৫৩৩ জন নিযুক্ত হয়ে চাকরিতে যোগদান করেন৷ বাকি ২২৩২টি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কারা, সেই বিতর্ক থেকেই মামলা দায়ের করা হয়েছিল৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না৷ শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার আগে একজন প্রার্থীর প্রশিক্ষণ শেষ করতে হবে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। নির্ধারিত কোর্স শেষ না করে কীভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে তাঁরা ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। এই মামলার জল শেষে গড়ায় সুপ্রিম কোর্টে। টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২০২০-২২ সালের প্রশিক্ষরণরতরা। ওই মামলাতেই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানাল, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন।

Latest article