জাতীয়

মোদি জমানায় ইস্তফা ২৩ হাজার জওয়ানের

নয়াদিল্লি: কেন? কোনও উত্তর নেই মোদি সরকারের। কিন্তু বড় প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা। তবে আধাসামরিক বাহিনীতে কর্মরত হাজার হাজার জওয়ান চাকরি ছেড়ে দিচ্ছেন৷ নিজের মুখে একথা স্বীকার করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দিয়েছেন তথ্য-পরিসংখ্যানও। মোদি সরকারের কার্যকালে গত ১১ বছরে ২৩,০০০ জওয়ান আধা সামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিয়েছেন৷ চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ ইউসুফ পাঠানের লিখিত প্রশ্নের জবাবে৷ সদ্য শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের শেষলগ্নে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান জানতে চেয়েছিলেন, মোদি সরকারের কার্যকালে কর্মরত আধাসামরিক বাহিনীর জওয়ানদের (Soldier) মধ্যে কতজন তাঁদের চাকরিতে ইস্তফা দিয়েছেন৷ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানান, গত ১১ বছরে ২৩,৩৬০ জন জওয়ান আধাসেনার চাকরি ছেড়েছেন৷ এর মধ্যে সব থেকে বেশি ৭৪৯৩ জন চাকরি ছেড়েছেন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে৷ এর পরেই আছে সিআরপিএফ৷ আধাসেনার এই শাখা থেকে গত ১১ বছরে চাকরি ছেড়েছেন এমন জওয়ানের সংখ্যা ৭৪৫৬৷ তৃতীয় স্থানে আছে সিআইএসএফ, যেখানে চাকরি ছাড়া জওয়ানের সংখ্যা ৪১৩৭৷ এর পরেই আছে আইটিবিপি যেখানে গত ১১ বছরে চাকরিতে ইস্তফা দেওয়া জওয়ানের সংখ্যা ১৯৬৭৷ এই সময়ে এসএসবিতে ১৯৩৬ জন এবং অসম রাইফেলসে ৩৭১ জন চাকরি ছেড়েছেন বলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ বিগত বছরগুলির মধ্যে গত বছর অর্থাত্‍ ২০২৪ সালে সব থেকে বেশি ৩০৭৭ জন জওয়ান আধাসামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিয়েছেন৷

আরও পড়ুন-কাজের চাপে বিএলও, এসআইআর আতঙ্কে রাজ্যে একদিনে মৃত ৪

তাত্‍পর্যপূর্ণ হল, কেন এই ভাবে হাজার হাজার কর্মরত জওয়ান তাঁদের আধাসামরিক বাহিনীর চাকরিতে ইস্তফা দিচ্ছেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ একইসঙ্গে তিনি জানাননি, এই জওয়ানদের ছেড়ে যাওয়া শূন্য পদে নিয়োগের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আধাসামরিক বাহিনীতে চাকরির ক্ষেত্রে কোনও অসন্তোষের কারণে এই ভাবে হাজার হাজার জওয়ান (Soldier) তাঁদের চাকরি ছাড়ছেন কি না, সেই বিষয় নিয়েও কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ মোদি সরকারের মন্ত্রীর এই নীরবতা আখেরে গোটা দেশের নিরাপত্তাকেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে বলে দাবি জানানো হয়েছে ওয়াকিবহাল মহল সূত্রে৷

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago