বাংলার পুজোয় কড়া নিরাপত্তা দিতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

চলতি বছর দুর্গাপুজোয় কোনরকম কোভিডবিধি নেই। প্রায় দু’‌বছর পর নিয়মনীতি ছাড়াই উচ্ছ্বাসে মেতেছে বঙ্গবাসী।

Must read

চলতি বছর দুর্গাপুজোয় কোনরকম কোভিডবিধি নেই। প্রায় দু’‌বছর পর নিয়মনীতি ছাড়াই উচ্ছ্বাসে মেতেছে বঙ্গবাসী। এই অবস্থায় নিরাপত্তা থাকছে বেশ জোরদার। নবান্নের তরফে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পুজোয় যাতে কোনরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বদ্ধপরিকর নবান্ন।

আরও পড়ুন-জল জীবন মিশনে সম্মানিত পশ্চিমবঙ্গ, কেন্দ্রকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নবান্নের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দ্বাদশী, লক্ষ্মীপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য ২৪ ঘন্টার জন্য থাকবে কড়া নিরাপত্তা। কবে কে দায়িত্বে থাকবেন, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নবান্ন। ৩০সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পুজোর ছুটি থাকবে ৷ কিন্তু নবান্নে খোলা থাকবে কন্ট্রোল রুম। দুটো শিফটে কর্মীরা ডিউটিতে থাকবেন। সকাল ৮ থেকে রাত ৮টা ও রাত ৮ টা থেকে সকাল ৮টা দুই শিফট চলবে।

আরও পড়ুন-৭দিন পর অবশেষে উঠল SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের ধর্মঘট

নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২২১৪ ৫৬৬৪
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা ও রাজ্যের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। ছুটির মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য

Latest article