সংবাদদাতা, বাঁকুড়া : গঙ্গাজলঘাটি ব্লকে বিজেপি এবং সিপিএমের বিক্ষোভ ডেপুটেশন ও মিথ্যাচারের প্রতিবাদে ১২ ঘণ্টার প্রস্তুতিতে ২৪ ঘণ্টার মধ্যে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের মিছিল ও প্রতিবাদ সভা। গঙ্গাজলঘাটি ব্লক ১ তৃণমূল সভাপতি হৃদয়মাধব দুবের নেতৃত্বে। অমরকানুন কলেজ মোড় থেকে বিশাল মিছিল এলাকা পরিক্রমা করার পর বাস স্ট্যান্ডের মঞ্চ থেকে বক্তব্য পেশ করেন জেলা তৃণমূল সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী-সহ ব্লকের ছাত্রযুব নেতৃত্ব।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর জন্যই বেঁচে গিয়েছে ভাগচাষি শিবুর অসহায় পরিবার, নোটবন্দির বলি
প্রদীপবাবু বলেন, ‘আদার ব্যাপারী জাহাজের খবর রাখি না। তাই গুজরাটে, কলকাতায় বা পুরুলিয়ায় কী হচ্ছে জানি না। আমি অমরকাননের ভূমিসন্তান, তাই এখানকার কথাই বলব। বামেরা আমাদের পার্টি অফিস কেন, এখানে কোনও দলীয় কর্মসূচিই করতে দেয়নি। আমাদের নেত্রীর নির্দেশ বদলা নয়, বদল চাই স্লোগানকে সামনে রেখে ওদের পার্টি অফিস করতে দিয়েছি। বাধা দিইনি রাজনৈতিক কর্মসূচিতে। কিন্তু ওরা মিথ্যাচার করছে। চোর বলছে, কিন্তু গঙ্গাজলঘাটিতে কে চোর প্রমাণ দিক। তা বলতে পারছে না।’ হৃদয়মাধব দুবে বলেন, ‘আমাদের সভামঞ্চের পাশ দিয়ে এইমাত্র সিপিএমের কর্মী-সমর্থক ভর্তি একটি গাড়ি পার হল। সিপিএমের আমলে আমরা কিন্তু এভাবে যেতে পারিনি। ওদের আমলে আমাদের সমর্থকদের চাবুক মারা হয়েছে। আজ ওরা কর্মসূচি করুন, বাধা দেওয়া হবে না। আমরা রাজনৈতিক লড়াই জিতবই।’ তবে ডেপুটেশন দেওয়ার সময় বিজেপির লোকেরা ব্লকের ভেতরের কী করে ঢুকে গেল এর মধ্যে গোপন আঁতাতের সন্দেহ প্রকাশ করেন তিনি।