বঙ্গ

প্রকাশিত সর্বভারতীয় জয়েন্টের ফলাফল, ‘প্রথম’ বাংলার ২ পড়ুয়া!

২০২৫-এর দ্বিতীয় সেশনের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE Main 2025 Results)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। jeemain.nta.ac.in ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিলে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন। ১০০ শতাংশ নম্বর পেয়েছেন মোট ২৪ জন পরীক্ষার্থী, যার মধ্যে আছে বাংলারই দু’জন পরীক্ষার্থী- অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝি। এর আগে মাধ্যমিকেও রাজ্যে প্রথম হয়েছিলেন দেবদত্তা। তখনই তিনি জানান, ভবিষ্যতে তিনি ইঞ্জিনিয়ার হতে চান। বর্তমানে তিনি তাঁর স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন।

প্রথম স্থানাধিকারী ২৮ জনের মধ্যে আছে ২ জন ছাত্রী, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি এবং অন্ধ্র প্রদেশের সাই মনোগনা গুঠিকোন্ডা। জানা গিয়েছে, মোট ১০,৬১,৮৪০ পড়ুয়া জেইই মেইনস-এর জন্য রেজিস্টার করেছিল। তার মধ্যে পরীক্ষা দেয় ৯,৯২,৩৫০ জন।

JEE মেইন ২০২৫-এর ২৪ টপার:
পশ্চিমবঙ্গ: দেবদত্তা মাঝি, অর্চিষ্মান নন্দী ৷
রাজস্থান: ওমপ্রকাশ বেহেরা, সাক্ষম জিন্দাল, অর্ণব সিং, রজিত গুপ্ত, মোহাম্মদ আনাস, লক্ষ্য শর্মা ৷
অন্ধ্রপ্রদেশ: সাই মনোগ্না গুথিকোন্ডা ৷
দিল্লি (দক্ষিণ): হর্ষ ঝা ৷
গুজরাত: শিবেন বিকাশ তোশনিওয়াল, অদিত প্রকাশ বাগদে৷
কর্ণাটক: কুশাগ্র গুপ্তা ৷
মহারাষ্ট্র: আয়ুষ রবি চৌধুরী, সানিধ্যা সরফ, বিষাদ জৈন ৷
তেলেঙ্গানা: ওয়ানগালা অজয় ​​রেড্ডি, বানি ব্রাতা মাঝি, হর্ষ এ গুপ্তা ৷
উত্তরপ্রদেশ: শ্রেয়া লোহিয়া, কুশাগ্র বঙ্গহা, সৌরভ৷

আরও পড়ুন- নাগাল্যান্ডে নেতাজির শেষ সহযোগী পসউই সুওরো প্রয়াত

সাধারণ বিভাগের পড়ুয়াদের জন্য কাটঅফ ৯৩.১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। EWS-এর জন্য কাটঅফ ৮০.৩৮, OBC-এর জন্য ৭৯.৪৩, SC-এর জন্য ৬১.১৫ এবং ST-এর জন্য ৪৭.৯০ শতাংশ রাখা হয়েছে।

আইআইটি ধানবাদের তরফ থেকে জানানো হয়েছে, জেইই অ্যাডভান্সড-এ প্রথম ১০০০ র‍্যাঙ্ক পর্যন্ত পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। গত বছর প্রথম ৬০০ জনের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল। কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহ না দেখানোর ফলে এবার তা বাড়ানো হয়েছে। ইনস্টিটিউটে আরও মেধাবী পড়ুয়াদের ভর্তির জন্য ছাত্রদের এই সুবিধা দেওয়া হচ্ছে।

কীভাবে দেখা যাবে ফলাফল
jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করার পরে, JEE Main 225 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।
অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে আবারও ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড। সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন পড়ুয়ারা।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago