বাংলার ২৪২ শ্রমিক আটকে ওয়েনাড়ে, রাজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে ১৫৫ জনের

Must read

কাজের জন্য বহু শ্রমিক (Migrant Workers) বাংলা থেকে কেরলে যান। বৃষ্টি-ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়। সেখানে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ এখনও বহু। এর মধ্যে বাংলার কয়েকজন শ্রমিকও আটকে রয়েছেন। ওয়েনাড়ে কতজন আটকে রয়েছে তা জানতে চেয়ে বিধানসভায় প্রশ্ন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। এই প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, কেরলের ওয়েনাড়ে আটকে রয়েছে বাংলার ২৪২ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১৫৫ জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বাকিদের সঙ্গে সন্ধের পড়ে যোগাযোগ করা সম্ভব হবে। আটকে পড়া শ্রমিকরা (Migrant Workers) আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

আরও পড়ুন- আগামী শিক্ষাবর্ষ থেকে দশমের পাঠ্যপুস্তকে নেতাজির ‘তরুণের স্বপ্ন’!

শুক্রবার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০। গত মঙ্গলবারের এই ঘটনার পর টানা ৪ দিন ধরে চলছে উদ্ধারকার্য। লাগাতার বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Latest article