প্রতিবেদন : ভয়ংকর তথ্য। সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। গত মাসে তিনজনের ফাঁসি হয় সংযুক্ত আমিরশাহিতে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানালেন, আরও ২৫ জন ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে। বিভিন্ন দেশে এখন মোট ১০,১৫২ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিচারাধীন বন্দি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে আটটি দেশের কথা জানান মন্ত্রী। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এছাড়াও সৌদি আরবে ১১, মালয়েশিয়াতে ৬, কুয়েতে ৩, ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে ১ জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: দশ বছরে ইডির মামলা হয়েছে ১৯৩, দোষী ২!