প্রাথমিক তদন্তে পুলিশ বলেছিল পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মৃত্যু হয় আটটি গুলি লেগে। কিন্তু মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেল সিধুর শরীরে একসঙ্গে ২৫টি গুলি মিলেছে। যার মধ্যে একটি গেঁথে ছিল খুলিতে। বাকিগুলি ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড-সহ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে৷ গত রবিবার গ্রামের বাড়িতে ফেরার পথে গ্যাংস্টারদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন এই পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা।
আরও পড়ুন-৬ সন্তান নিয়ে মরণঝাঁপ কুয়োয়, বেঁচে গেলেন মা
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই উত্তরাখণ্ডের দেরাদুন থেকে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার পাঞ্জাব সরকার রাজ্যের ৪২৪ জন মানুষের উপর থেকে নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। ওই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন গায়ক। পাঞ্জাবের আর এক সংগীতশিল্পী মিকা সিং জানিয়েছেন, নিয়মিত সিধুকে হুমকি দিত দুষ্কৃতীরা।