ফের একবার প্রশ্নের মুখে রেল সুরক্ষা। পণ্যবাহী ট্রেন বলেই বড়সড় দুর্ঘটিনা আজ এড়ানো গিয়েছে। পূর্ব সীমান্ত রেলের আরাকু (Araku) কোট্টাভালাসা সেকশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনায় মালগাড়ির ২৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। ওই ট্রেনটিতে মোট ৫০টি কামরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান তারা। দৌড়ে এসে দেখেন মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দুর্ঘটনা পরে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজের জন্য বিশেষ ট্রেন পাঠানো হয়।
আরও পড়ুন-দেশের নিরাপত্তার প্রশ্নে তৃণমূল রাজনীতির ঊর্ধ্বে : অভিষেক
কিন্তু ট্রেন দুর্ঘটনার ফলে বিশাখাপত্তনম থেকে কিরান্ডুল পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব সীমান্ত রেলওয়ে (ECoR) নিশ্চিত করেছে আজ ওয়াল্টেয়ার ডিভিশনের আরাকু-কোট্টাভালাসা সেকশনের চিমিডিপল্লি রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের ২৫টি ওয়াগন লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হয়। এদিন দুপুর ১.০৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে, যার ফলে রেল পরিষেবা ব্যাহত হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।