রক্তাক্ত ইউক্রেন স্বাধীনতা দিবসে রেল স্টেশনে রুশ হামলা, মৃত অন্তত ২৫

Must read

প্রতিবেদন : শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। বিশেষ আনন্দের এই দিনেই রুশ হামলায় রক্তাক্ত হল ইউক্রেন। পূর্ব ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন (Russian strike on Ukraine rail station)। আহত অনেকেই। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিয়েভের পক্ষ থেকে রুশ হামলার অভিযোগ করা হয়েছে (Russian strike on Ukraine rail station)।

দুদিন আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সতর্কবার্তায় বলেছিলেন, স্বাধীনতা দিবসের দিন হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত জেলেনস্কির আশঙ্কাই সত্যি হল।

আরও পড়ুন: জেডিএ চেয়ারম্যানের দেহরক্ষী আত্মঘাতী

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, পূর্ব ইউক্রেনের চাপলিন শহরের রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী ট্রেনে আছড়ে পড়ে পুতিন বাহিনীর ছোড়া রকেট। এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার পর উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ২৫ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা এতটাই সংকটজনক যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরে গেলে গাড়ির পাঁচ আরোহীর সকলেরই মৃত্যু হয়। এদিকে, জেলেনস্কির অভিযোগ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি রাশিয়া। উল্লেখ্য, এপ্রিল মাসে ইউক্রেনের একটি রেল স্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ যাত্রী নিহত হয়েছিলেন। যদিও রাশিয়া ওই হামলার কথা অস্বীকার করেছিল।

Latest article