কানপুরে শৈত্যপ্রবাহ, ঠান্ডার জেরে একদিনে মৃত ২৫

Must read

শৈত্যপ্রবাহ কানপুরে (Cold Wave in Kanpur)। হাড় কাঁপানো ঠান্ডার একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়া-ই হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ।

বিশেষ করে উত্তর ভারতে শৈত্যপ্রবাহের (Cold Wave in Kanpur) কারণে মানুষের জনজীবন কার্যত স্তব্ধ। তারই মাঝে কানপুরে ঠান্ডার বলি ২৫ জন। যাঁদের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক শুশ্রূষার কোনও সময়ই পাওয়া যায়নি। চিকিৎসকরা এহেন পরিস্থিতিতে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। আর একান্তই বাইরে বেরতে হলে প্রয়োজনীয় গরম জামাকাপড় পরেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বিগত ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে অনেকেরই হার্ট ও সিওপিডি-র সমস্যা দেখা দিচ্ছে।

Latest article