সংবাদদাতা, আলিপুরদুয়ার : উত্তরবঙ্গের (North Bengal) ৬টি জেলা সদর থেকে দিঘা (Digha) জগন্নাথধাম যাওয়ার জন্য ৬টি ভলভো বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মে শনিবার আলিপুরদুয়ার থেকে দিঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভলভো বাস।
আরও পড়ুন-চিপস-চোর অপবাদে নিগ্রহে আত্মঘাতী ছাত্র
আলিপুরদুয়ারবাসীর জন্য বাসের টিকিটে বিরাট ছাড় দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে টিকিটে পঁচিশ শতাংশ ছাড়ের ঘোষণা করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ, পাহাড়, জঙ্গল ও চা-বাগান ঘেরা আলিপুরদুয়ারকে জুড়বে সমুদ্র সৈকতের সঙ্গে। পাশাপাশি রাজ্যের দুই প্রান্তে থাকা দুই ধর্মীয় স্থানকেও জুড়তে চলেছে এই বাস পরিষেবা।