প্রতিবেদন : কর্নাটকে বাস দুর্ঘটনায় (Karnataka bus accident) আহত হলেন বাংলার ২৫ জন পর্যটক। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পর্যটকরা আহতের তালিকায় আছেন। আহতদের সিমস হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে জেলা ও রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ৭২ জন যাত্রী নিয়ে উটি থেকে মাইসুরুর দিকে আসছিল একটি পর্যটক বোঝাই বাস। বন্দিপুরের কাছে দুর্ঘটনার (Karnataka bus accident) কবলে পড়ে পর্যটক বোঝা ওই বাসটি। রাস্তার বাঁকের মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে রাজ্য থেকে যাওয়া ২৫ জন পর্যটক আহত হন। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাঁদের সেখানেই চিকিৎসা চলছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত পর্যটক দলটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাত্রীদের মধ্যে থাকা জেলার পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বাকি জেলার পর্যটকদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আহত যাত্রীরা ছাড়া বাকি পর্যটকদের গুন্ডুলুপেতের বি আর আম্বেদকর ভবনে রাখা হয়েছে। প্রত্যেকের ঠিকানা খুঁজে বাড়ি পাঠানোর কাজ করছে হ্যাম রেডিও। বর্তমানে তাঁদের সেখানেই থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছে প্রশাসন। আহতদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সেখানে।
আরও পড়ুন- নতুন ৮ ভাইরাসের হদিশ মিলল চিনে, ফের শঙ্কা অতিমারির