বঙ্গ

মোতায়েন আড়াই হাজার পুলিশ, নজরদারি ড্রোনে

প্রতিবেদন : করোনা অতিমারির দু বছর অতিক্রম করে এবার বিপুল উত্সাহ-উদ্দীপনায় ৭৪তম সধারণতন্ত্র দিবসে (Republic Day) উত্সবে মেতে উঠতে প্রস্তুত গোটা রাজ্য। প্রতিবারের মতোই এবারেও সাধারণতন্ত্র দিবসের (Republic Day) মূল অনুষ্ঠানটি হবে রেড রোডে। সেখানে বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘণ্টার অনুষ্ঠানে সেনাবাহিনীর কুচকাওয়াজ, সমরাস্ত্রের প্রদর্শনী ছাড়াও রাজ্যে সরকারের তিনটি সুসজ্জিত ট্যাবলো অংশ নেবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যার মধ্যে দুর্গাপুজো নিয়েও একটি বিশেষ ট্যাবলো থাকছে। এ ছাড়াও রাজ্য পুলিশের তরফে একটি ট্যাবলো এবং যুব কল্যাণ দফতরের তরফে একটি ট্যাবলো থাকবে। বেলা ১০টা থেকে কুচকাওয়াজ শুরু হবে। এদিকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার প্রায় ৯০ জন পুলিশ আধিকারিক অনুষ্ঠান দেখভালের দায়িত্বে থাকবেন। মহড়া চলাকালীন ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি ক্লোজড-সার্কিট ক্যামেরায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মোমোরিয়ালের মতো শহর কলকাতার দর্শনীয় স্থান ও শপিংমলগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, গেস্টহাউস, অতিথিশালাগুলিতে তল্লাশি চালানো নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুপুর থেকে বৃহস্পতিবার কুচকাওজ শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও লাগোয়া কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে। রেড রোড বন্ধ থাকার সময় যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের সব ক’টি থানাকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন কাঁটায় কাঁটায় সকাল পৌনে ১০টায় আসবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মেমোরিয়াল মূর্তির সামনে থেকে পায়ে হেঁটে রেড রোডে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুরু হবে দেড় ঘণ্টার কুচকাওয়াজ।

আরও পড়ুন: সীমান্ত এলাকায় কড়া নজরদারি

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

15 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

19 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

28 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

33 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

42 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago