সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলায় সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে, একসঙ্গে ২৬ জন চিকিৎসক নিয়োগ করল রাজ্য সরকার। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, বীরপাড়া স্টেট জেনারেল ও ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে এই চিকিৎসকরা খুব দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করবেন। আলিপুরদুয়ার জেলা ঘোষণা করার পর থেকেই মুখ্যমন্ত্রী এখানকার জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নে সর্বদা সচেষ্ট। নতুন করে একসঙ্গে এতজন চিকিৎসক নিয়োগ তারই প্রমাণ।
আরও পড়ুন-বাল্যবিবাহ বন্ধে নয়া পাঠ
জেলার হাসপাতালগুলোতে আরও ভাল পরিষেবা দিতে চিকিৎসকের প্রয়োজনীয়তার কথা মুখ্যমন্ত্রীর নজরে আনেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধায়ক বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরে অনুরোধ করে গিয়েছেন। তাঁর এই প্রয়াসেই স্বাস্থ্য দফতর একলপ্তে জেলায় ২৬ জন চিকিৎসককে নিয়োগ করল। বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, জেলার বড় তিনটি হাসপাতালে কম চিকিৎসক থাকায় রোগী পরিষেবায় সামান্য খামতি থেকে যাচ্ছিল, এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। বিষয়টির গুরুত্ব বুঝে রাজ্য স্বাস্থ্য দফতর জেলার প্রধান তিনটি হাসপাতালের জন্য মোট ২৬ জন চিকিৎসক নিয়োগ করেছে। তার জন্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দফতরকে ধন্যবাদ জানাই।
এই ২৬ জন চিকিৎসকের মধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১৭ জন, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সাতজন ও বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কাজে যোগ দিতে চলেছেন দু’জন চিকিৎসক। নতুন চিকিৎসকদের মধ্যে রয়েছেন রেডিওলজিস্ট, অ্যানাসথেশিস্ট, স্ত্রী বিশেষজ্ঞ, অস্থি ও চর্মরোগের চিকিৎসক।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, জেলা হাসপাতালে একসঙ্গে ১৭ জন নতুন চিকিৎসক আসছেন, এতে রোগী পরিষেবা অনেক ভাল হবে।