পাক জেলে এখনও বন্দি ২৬৬ ভারতীয় নাগরিক

ভারত সরকারের তরফে পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে, যত দ্রত সম্ভব ১৮৩ জন ভারতীয় মত্‍স্যজীবীকে মুক্তি দেওয়া নিয়ে৷

Must read

প্রতিবেদন: বছরের শুরুতেই ভারত ও পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি থাকা দু’দেশের নাগরিকদের তালিকা বিনিময় করল দুই দেশ৷ ২০০৮ সালের একটি দ্বিপাক্ষিক চুক্তির পরিপ্রেক্ষিতে প্রতি বছর দু বার ১ জুলাই এবং ১ জানুয়ারি এই বন্দি তালিকা বিনিময় করে থাকে দুই দেশ৷ বুধবার দুই দেশের তরফে একে অপরকে যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি সাধারণ ভারতীয় নাগরিকের সংখ্যা ৪৯৷ একইসঙ্গে পাকিস্তানে বন্দি আছেন ২১৭ জন ভারতীয় মত্‍স্যজীবী৷

আরও পড়ুন-আমতায় তৃণমূলে যোগ দিলেন দু’শো জন কর্মী

ভারত সরকারের তরফে পাকিস্তানের কাছে দাবি জানানো হয়েছে, যত দ্রত সম্ভব ১৮৩ জন ভারতীয় মত্‍স্যজীবীকে মুক্তি দেওয়া নিয়ে৷ পাকিস্তানের জেলে বন্দি থাকা এই মত্‍স্যজীবীরা সবাই তাঁদের কারাবাসের সীমা শেষ করে ফেলেছেন৷ একইসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে দাবি জানানো হয়েছে ১৮ জন ভারতীয় সিভিলিয়নকে ভারত সরকারের কাউন্সিলর অ্যাকসেস প্রদান করার জন্য৷ পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ভারতীয়দের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পাক সরকারকে, দাবি দিল্লির৷ ভারতের তরফে পাকিস্তানের হাতে যে তালিকা তুলে দেওয়া হয়েছে সেখানে জানান হয়েছে ভারতের বিভিন্ন জেলে এখন বন্দি আছেন ৩৮১ জন সিভিলিয়ন পাক নাগরিক এবং ৮১ জন পাক মত্‍সজীবী৷

Latest article