প্রতিবেদন : ছত্তিশগড়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে ফের খতম অন্তত ২৭ মাওবাদী (27 maoist killed)। বাহিনীর সঙ্গে গুলি-বিনিময়ে মৃত্যু হয়েছে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুর। বুধবার সকাল থেকেই আবুঝামাদের ঘন জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরতে শুরু করেন জেলা রিজার্ভ গার্ডের জওয়ানরা। নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার রিজার্ভ গার্ড ইউনিটগুলো পজিশন নেয় গভীর জঙ্গলে। মাওবাদীদের আত্মসমর্পণ করার আহ্বান জানায় যৌথবাহিনী। কিন্তু জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। কিছুক্ষণ পরে দেখা যায় জঙ্গলের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে ২৭টি রক্তাক্ত দেহ। পুলিশ সুপার তা নিশ্চিত করেন।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রী ও ব্রাত্যর সঙ্গে বসতে চান চাকরিহারারা