আজ আবারও বাতিল ২৭৭টি ট্রেন (Train)। শুধু দূরপাল্লার ট্রেনই নয়, রয়েছে একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। জেনে নিন বাংলার কোন কোন আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে-
রেলের তালিকা অনুযায়ী বাতিল রয়েছে
- ০২৫১৮ গুয়াহাটি-কলকাতা টার্মিনাল স্পেশাল, ০৩০৮৫ আজিমগঞ্জ-নৈহাটি প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৮৬ নৈহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০১৩ টাটানগর-চক্রধরপুর জংশন প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০১৪ চক্রধরপুর-টাটানগর জংশন প্যাসেঞ্জার স্পেশাল, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-টার্মিনাল-অমৃতসর জংশন দ্বিসাপ্তাহিক এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন।
- বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেনও। দেখে নিন কোন কোন লোকাল ট্রেন বাতিল রয়েছে-
১।৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল,
২।৩৬০১১ হাওড়া-বারুইপাড়া লোকাল,
৩। ৩৬০৩৩ হাওড়া-চন্দনপুর লোকাল
৪। শিয়ালদা-নৈহাটি,
৫।হাওড়া-বর্ধমান কর্ড লাইন,
৬।হাওড়া-সিঙ্গুর,
৭।হাওড়া-তারকেশ্বর,
৮।হাওড়া-আমতা
আরও পড়ুন-শহরে অনুষ্ঠানে এবার এক মঞ্চে অভিজিৎ-বিকাশ
কীভাবে জানবেন আপনার ট্রেন বাতিল হয়েছে কিনা?
* Google-এ গিয়ে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’ (NTES) সার্চ করুন।অথবা enquiry.indianrail.gov.in/ntes লিঙ্কে ক্লিক করুন।
* ‘Please confirm You are not a robot’ লেখা আসবে। একটি ক্যাপচা আসবে। তা লিখে ‘Submit’ করতে হবে।
* মূল পেজে ঢুকে যাবেন। উপরের ডানদিকে ”Exceptional Trains’-তে ক্লিক করতে হবে। যে ড্রপ-ডাউন বক্স আসবে, সেটার প্রথমেই ‘Cancelled Trains’ অপশন আছে। তাতে ক্লিক করতে হবে।
* আরও একটি ক্যাপচা পেজ আসবে। ‘Please confirm You are not a robot’ লেখা থাকবে। তাতে ক্যাপটা লিখে ‘Submit’ করতে হবে।
* তারপর নয়া পেজ খুলে যাবে। আজ (বুধবার, ১১ জানুয়ারি) কোন কোন ট্রেন (Train) বাতিল আছে, সেই তালিকা দেখতে পারবেন।