সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রধানমন্ত্রী মোদির সফরের আগে থেকেই আলিপুরদুয়ারে বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছিল, সেই ভাঙনের ধারা অব্যাহত। সোমবার দুপুরে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা জ্যোতির্ময় নার্জিনারি-সহ বিজেপি সমর্থক আরও ২৭টি পরিবার তৃণমূলে যোগ দেন। এঁদের সঙ্গে এনকেএস গ্রাম পঞ্চায়েতের একটি পরিবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়।
আরও পড়ুন-কিবুর কথা শুনে কাজ করবেন দীপাঙ্কুর, কলকাতা লিগে ডায়মন্ড হারবার
ঘোরামারা ব্লক তৃণমূল কার্যালয়ে ওই যোগদানপর্ব হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। ছিলেন কুমারগ্রাম ব্লক তৃণমূল সভাপতি ধীরেশচন্দ্র রায়, জেলা আইএনটিটিইউসি সভাপতি বিনোদ মিঞ্জ, কামাখ্যাগুড়ি ১ নম্বর অঞ্চল সভাপতি মিহির নার্জিনারি প্রমুখ। শেষে প্রকাশ জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার সফর করে গেলেন। তাঁর সফরে আলিপুরদুয়ারের প্রাপ্তি শূন্য। বিজেপি কর্মী-সমর্থকেরা সাধারণ মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাঁরা।