প্যাকেটজাত মাংস খেয়ে গুরতর অসুস্থ ২৮, মৃত ২

তাছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ। গর্ভবতী মায়েদের জন্য এই সংক্রমণ সঙ্কটজনক।

Must read

আমেরিকায় (America) একটি দোকানে কাটা ছিল মাংস। সেই মাংস কিনে বাড়িতে এসে খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বেশ কিছু মানুষ। ভয়ঙ্কর এক ব্যাকটেরিয়ার (Bacteria) প্রকোপে আপাতত মৃত্যু হয়েছে ২ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা এই মর্মে জানান মুদি দোকানের ডেলি কাউন্টারে কাটা মাংসের মধ্যে ছিল লিস্টেরিয়া নাম এক প্রাণঘাতি ব্যাকটেরিয়া। না বুঝে সেটা খাওয়ার পরেই দুইজন মারা গিয়েছেন এবং বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর রিপোর্ট অনুযায়ী দেশের ১২ টি রাজ্যের ২৮ জন গ্রাহক এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন। নিউইয়র্কের বাসিন্দারা এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৭ জন ব্যক্তি এই রাজ্য থেকে আক্রান্ত। ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা ইলিনয় এবং নিউ জার্সির বাসিন্দা।

আরও পড়ুন-শ্রাবণের শুরুতে বর্ষার ব্যাটিং

ঘটনা প্রকাশ্যে আসার পর সিডিসি ২৯ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে অসুস্থদের নমুনা পেয়েছিল। শুক্রবার সিডিসি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ডেলি কাউন্টারে কাটা মাংস খাওয়ার ফলে এই ঘটনা ঘটেছেও। কিন্তু ঠিক কী কারণে এই কেটে রাখা মাংস দূষিত হয়ে গিয়েছে সেটা এখনও জানা যায় নি। তদন্তকারীরা ইতিমধ্যেই সেই তথ্য সংগ্রহ করা শুরু করেছেন। মাংসের মধ্যে রয়েছে স্লাইস করা টার্কি, লিভারওয়ার্স্ট এবং হ্যাম। তবে, সিডিসি এখনও এই অঘটনের জন্য দায়ী নির্দিষ্ট মাংস শনাক্ত করতে পারেনি বলে খবর।

আরও পড়ুন-রানাঘাটের কাছে বেলাইন মালগাড়ি

প্রসঙ্গত, লিস্টেরিয়া নামের এই ব্যাকটেরিয়া সংক্রমণ দূষিত খাবার খাওয়ার পর দেখা দিতে পারে। প্রায়ই জ্বর, পেশী ব্যথা এবং ক্লান্তি এই রোগের লক্ষণ। ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই সংক্রমণ বেশিরভাগ দেখা যায়। তাছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ। গর্ভবতী মায়েদের জন্য এই সংক্রমণ সঙ্কটজনক।

Latest article