ভোটার তালিকায় ২৯১ জনকে চক্রান্ত করে বাদ দিয়েছে : মন্ত্রী

এসআইআর ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যা, আত্মহত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠছে

Must read

সংবাদদাতা, দুর্গাপুর: এসআইআর ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যা, আত্মহত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠছে। রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল। দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকাতেও নাম নেই ২৯১ জনের। নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভারতী এলাকায়। ২০০২ সালের ২১২ নম্বর বুথের তালিকায় নাম নেই ওই এলাকার ৪১ জন ভোটারের।

আরও পড়ুন-রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রেও বিভাজন খুঁজছে বিজেপি, মানব না বাংলা ও বাঙালির অপমান

আতঙ্কে তাঁরা। দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলাশাসকের কাছেও তাঁরা অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগ পেয়ে রবিবার দুপুর ১২টায় ওই এলাকায় পৌঁছন মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূলের দুর্গাপুর ১ ব্লকের সভাপতি রাজীব ঘোষ-সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের পোর্টালে নাম না-থাকা ভোটারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

Latest article