ম্যাঞ্চেস্টার, ২১ জুলাই : ইংল্যান্ড সফর শেষ করে সীমিত ওভারের সিরিজ খেলতে চার্টার্ড ফ্লাইটে ম্যাঞ্চেস্টার থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শিখর ধাওয়ানদের পৌঁছে দেওয়ার জন্য বিপুল অর্থ খরচ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। যার পরিমাণ সাড়ে তিন কোটি টাকা! এত টাকা বিসিসিআই খরচ করতে বাধ্য হয়েছে কোভিড সংক্রমণের ঝুঁকি থেকে ক্রিকেটারদের রক্ষা করতে।
আরও পড়ুন-ভ্যাকসিন নিতেই হবে জকোভিচকে, ইউএস ওপেন
বোর্ড সূত্রে খবর, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য সাধারণ বিমানে সকলের টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই কারণে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অফ স্পেন যেতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা। কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে যে চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে, তা নয়। আসলে এতজনের জন্য সাধারণ বিমানের টিকিট বুক করা খুব কঠিন ছিল। ১৬ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের স্ত্রীরাও দলের সঙ্গে গিয়েছেন।’’