দমদমে গণধর্ষণে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩ অভিযুক্ত

দমদমে সপ্তম শ্রেণির নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। আর অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য পুলিশ।

Must read

প্রতিবেদন : দমদমে সপ্তম শ্রেণির নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। আর অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই তদন্তে বিরাট সাফল্য। শনিবার রাতেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। ধৃত রিকি পাসোয়ান, রাজেশ পাসোয়ান, সঞ্জয় সাহাকে রবিবার বারাকপুর আদালতে পেশ করে সাতদিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন-জাতীয় মহিলা কমিশন বিজেপির শাখা সংগঠন

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে বছর ১৪-র নাবালিকাকে এক টোটোচালক কৌশলে দমদমের ৫ নং ওয়ার্ড এলাকার হরিজন বস্তির একটি ঘরে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে আটকে রেখে সেই টোটোচালক ও তার তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর নাবালিকা বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে সব জানালে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই পুলিশ অভিযানে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Latest article