তৃণমূল কাউন্সিলর খুনে দোষী সাব্যস্ত ৩ অভিযুক্ত, ব্যারাকপুর আদালত থেকে ফের ধৃত বাপি

এদিন আদালতে উপস্থিত ছিলেন অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি জানান এই বিচারে তিনি খুশি এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেই আশাবাদী তিনি।

Must read

সোমবার পানিহাটির তৃণমূল (TMC) কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ব্যারাকপুর আদালত তিন আসামি, সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী ঘোষণা করে। ২০২২ সালের ১৩ মার্চ আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে অনুপমের গায়ে খুব কাছ থেকে গুলি করে এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলরের। সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে আটক করে পুলিশ। কিছুদিন পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল। যদিও বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন এবং আজ সোমবার তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকের নির্দেশের পর আদালত থেকে ফের গ্রেফতার হয়েছেন তিনি।

আরও পড়ুন-নাগরিক পরিষেবায় নতুন মোবাইল অ্যাপ চালু বিধাননগর পুলিশ কমিশনারেটের

কাউন্সিলর খুনের তদন্ত চলাকালীন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানতে পারে খুনের সুপারি দিয়েছিলেন বাপি। অন্য এক দুষ্কৃতীকে সুপারি দেওয়া হলেও সেই ব্যক্তি কাজটি না করায় পুর ভোটের পরে অমিতকে এই দায়িত্ব দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট থেকে বাপি জামিনে ছাড়া পেয়েছিলেন। তবে অবশেষে বাপি-সহ তিন জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর তিন জনের শাস্তি ঘোষণা করা হবে। এদিন আদালতে উপস্থিত ছিলেন অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত। তিনি জানান এই বিচারে তিনি খুশি এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে বলেই আশাবাদী তিনি।

Latest article