পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সমীর গুহের। তিনি বেহালার সখেরবাজারের বাসিন্দা। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই কাশ্মীর ঘুরতে যাওয়ার চিন্তা করেছিলেন। গত ১৬ তারিখ স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশ্মীর ঘুরতে যান সমীর গুহ। পহেলগাঁওতে জঙ্গি হামলার নিহত তিনি। স্ত্রী-মেয়ের সামনেই সেই রিসর্টের ভিতরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান এই পর্যটক। এদিকে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর এই নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনও করেন। এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার কথাও বলেন ট্রাম্প।
আরও পড়ুন-শ্রীনগর বিমানবন্দরে পৌঁছল নিহতদের কফিন
প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর দ্য রেসিডেন্ট ফ্রন্ট এখন আলোচনার শীর্ষে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করে নিয়েছে তাঁরা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কাশ্মীরে অবৈধভাবে জনবসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা আরো হবে। ইতিমধ্যেই কাশ্মীরে পর্যটকদের জন্য খোলা হল পুলিশ কন্ট্রোল রুম। প্রয়োজনে সাহায্যের জন্য অনন্তনাগ পুলিশ— ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে, এছাড়া হোয়াটসঅ্যাপ করা যাবে ৯৪১৯০৫১৯৪০ নম্বরে।